নারী দিবসের গল্প - ”Because She was a Girl”

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শনি, ০৮/০৩/২০১৪ - ১২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্লাসের সবচেয়ে উচ্ছল, মেধা তালিকায় প্রথম সারির, নাচ-গান-বক্তৃতায় মঞ্চ কাঁপানো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দুই হাতে ট্রফি বয়ে নিয়ে যাওয়া সহপাঠিনীর বিয়েতে বেশ আনন্দ হয়েছিল। জামাই ভাল চাকুরে, আলিশান বাড়ী-গাড়ীর মালিক। অনেকেই অবশ্য হৃদয়ে আঘাত পেয়েছিল বেচারির এমন অসময়চিত পারিবারিক সিদ্ধান্তের বিয়েতে।

কাছের বন্ধু হওয়ায় বিয়ের ছয় মাসের মধ্যে জানতে পারলাম সে অন্তঃসত্ত্বা।

তারও মাস পাঁচেক পর দেখা হওয়ায় স্বাভাবিক ভাবেই স্ফীত উদরাঞ্চলের দিকেই নজর যেতে তেমন কিছু লক্ষণ না দেখে বন্ধুত্বের কৌতূহলের দাবী নিয়ে বললাম, ”কিরে, আর কয় মাস?” । তাঁর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, তীব্র কষ্টের চাবুক যেন আছড়ে পড়ল পিঠে, কোনমতে তাকিয়ে চোখের বেদনা ঠোঁটে নিয়ে বলল- বাবুটাকে বাঁচাতে পারি নি।

বললাম- আহহা, মিসক্যারিজ, তা তুই ভাল আছিস তো?

সে হিংস্র ভঙ্গিতে চট করে পিছনে অপেক্ষমাণ শ্বশুরবাড়ীর সদস্যদের তাকিয়ে আস্তে করে বলল, ”মিসক্যারিজ না, অ্যাবরেশন”।

অ্যাবরেশন শুনে আর কিছু বলা না পেয়ে থ হয়ে তাকিয়ে আছি, সে আরেকটু ঝুঁকে অপার্থিব গাঢ় বেদনা নিয়ে প্রায় শোনা যায় না এমন ভাবে স্বগতোক্তি করল,
”Because She was a Girl” ।


মন্তব্য

আয়নামতি এর ছবি

শত শত বছরের এই অভিশাপের বাঁধনে এখনো আটকে আছে কিছু মানুষ, ভাবলেই কেমন জানি বোবায় ধরে, বোকা বোকা লাগে।
নারীর জন্যেই কেন আলাদা দিবস রাখা? পুরুষ দিবস বলে কিছু নেই যখন???

এক লহমা এর ছবি

দিদিরে, এই দিনটার পালন একটা মর্মান্তিক স্বীকৃতি যে পুরুষশাসিত এই সমাজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলে মেয়েদের অস্তিত্বটাই দেখতে পায় না!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি

উপমহাদেশ আর চীনে অহরহ ঘটে চলা একটি ব্যাপার।

অতিথি লেখক এর ছবি

হুমায়ূন আজাদের ”মা” কবিতাটির মতো না হলেও বাংলাদেশে নারীর পারিবারিক অধিকার এখনো বেশ করুন মন খারাপ । তারপরও আশার প্রদীপটুকু জ্বালিয়ে রাখতে চাই, মৃত্যুর আগে যেন বাংলাদেশে নারীর সমঅধিকার দেখতে চাই ঘরে বাইরে সবখানে।

মাসুদ সজীব

তারেক অণু এর ছবি

আশা করি-

মেঘলা মানুষ এর ছবি

আজও এমনটা হয়! মন খারাপ
জামাই ভাল চাকুরে, আলিশান বাড়ী-গাড়ীর মালিক। -এদের তুলনায় সমাজের নিম্নবিত্ত পরিবারগুলোও ভালো।
লেখাপড়া করেও অনেকই অশিক্ষিতই থেকে যায়।

তারেক অণু এর ছবি

হয়, হয়ে চলেছে-

সাফিনাজ আরজু এর ছবি

চেনা কারো গল্প মনে পড়ে গেল ...............
এমন হয়, এখনও হয় মন খারাপ
আয়নাদির মত আমারও প্রশ্ন- নারীর জন্যেই কেন আলাদা দিবস রাখা? পুরুষ দিবস বলে কিছু নেই যখন???

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তারেক অণু এর ছবি

চেনা কারোরই ঘটনা। আমার, আপনার, সকলেরই চেনা কারো --

এক লহমা এর ছবি

এ বীভৎসতার কোন পরিমাপ হয় না।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অমানুষ গুলা বিয়ে করার সময় ঠিকই মেয়ে খোঁজে!!! মেয়েদের প্রতি এত ঘৃণা, তো পারলে একটা ছেলে কে বিয়ে কর! বিবাহিতাদের ক্ষেত্রে এবরশান এর ব্যাপারে কি আইন আছে আমি জানি না। তবে কোন মা যদি এ ধরনের অভিযোগ করে ( জোর পূর্বক এবরশান) তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করার আইন করা উচিৎ।

সুবোধ অবোধ

তারেক অণু এর ছবি

হুম

তারানা_শব্দ এর ছবি

এটা কবেকার ঘটনা?

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

এই বছরের , ২০১৪র

অতিথি লেখক এর ছবি

মন খারাপ
তাহসিন রেজা

তারেক অণু এর ছবি

জঘন্য সব ব্যাপার

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

লেখাটার প্রথম অংশ পড়ে স্বভাবসুলভ মজা করে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু শেষাংশের তীব্র কষাঘাতে মনটা যেন অবসন্ন হয়ে পড়ল। এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে আমার এক ধরনের লড়াই চলমান আছে, যার যার অবস্থান থেকে সবাইকে লড়ে যাবার আহ্বান জানাই।

তারেক অণু এর ছবি

আসলেই-

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বোকা আমি বুঝতে পারি নাই, শেষে এই ধাক্কা আছে! ঐ পরিবারের যে ব্যক্তিবর্গ এই কাজ করিয়েছে তাদের মৃত্যুদণ্ড হোয়া উচিৎ- এটা মার্ডার ক্রাইম! অসহ্য লাগছে!!


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

সত্য ঘটনারে ভাই

কড়িকাঠুরে এর ছবি

জঘন্য! ছিঃ!!!

তারেক অণু এর ছবি
অন্ধবিন্দু এর ছবি

আমাদের সমাজ “সামাজিক” হোক ।।।।।

তারেক অণু এর ছবি

আশা রাখি

স্পর্শ এর ছবি

বাংলাদেশেও! মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারেক অণু এর ছবি

নতুন শুনলেন?

ঝিঝি পোঁকা এর ছবি

দারুণ লিখেছেন ৷শেষটায় প্রচন্ড ধাক্কা খেলাম ৷ দু'পেয়েরা কবে যে মানুষ হবে ৷ মানুষের জয় হোক ৷

===============================
ঝিঝি পোঁকা

তারেক অণু এর ছবি

আশা রাখি, ভরসা পাই না

নাদিরা এর ছবি

বাবুটাকে না মেরে বরটাকে ছেড়ে দেয়া উচিত ছিল, এত ঘৃণা নিয়ে ওই পরিবারের সাথে ঘর করা ত মুশকিল হয়ে যাবে

তারেক অণু এর ছবি

তা ঠিক

বন্দনা এর ছবি

এত আধুনিক দেখতে মানুষজন ও এমন জিনিস নির্বিবাদে সয়ে যায়!!

তারেক অণু এর ছবি

হ্যাঁ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

আপনার বন্ধুকে ডিভোর্স নিতে বলেন। এর পরের বাচ্চা গুলো, ছেলে হোক বা মেয়ে হোক, এই পরিবারে বড় হলে কোন ধরনের মানুষ হবে?

রু

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।