স্বাস্থ্য উদ্ধারের জন্য চিকিৎসকের পরামর্শে রবীন্দ্রনাথ ১৯১২ সালে শিলাইদহ কুঠিবাড়ীতে অবস্থান করেছিলেন দীর্ঘ সময়ের জন্য। কষ্টকর চিন্তাসাধ্য লেখালেখির উপরে নিষেধাজ্ঞা থাকায় তিনি তখন নিজের কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। মূলত ১০টি ভিন্ন ভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলো নেওয়া হলেও এর অর্ধেকই ছিল গীতাঞ্জলির।
সেই সময়ে কেউই তাঁকে বিরক্ত করতে যেত না, কেবল এক বৈষ্ণবীর মাঝে মাঝেই দেখা করতে আসতেন, যাকে গুরুদেব সাধনা এবং অন্যান্য লেখাতে স্থান দিয়ে অমর করে রেখেছেন। তারা দুজন জীবন, দর্শন, ধর্ম ইত্যাদি নিয়ে কথা বলতেন। বৈষ্ণবীর সরলতা রবি ঠাকুরকে ব্যপক প্রভাবিত করেছিল। যেমনটা তাঁকে করেছিল বাউল দর্শন।
কবিপুত্র রথীন্দ্রনাথের মতে সেই সরলা গ্রাম্য বৈষ্ণবীর সাথে কথা বলেই হয়ত ১০টি কাব্যগ্রন্থ খুঁজে খুঁজে বিশেষ কয়েকটি কবিতা বেছে নিয়ে, অতি বিশেষ ভঙ্গিতে আত্মিক ভাবে ইংরেজিতে নিবেদন করেছিলেন। যা Song Offerings নামে প্রকাশিত হয়ে নোবেল সাহিত্য পুরষ্কার পেয়েছিল। এবং সেই অনুবাদের সরলতাই প্রবল ভাবে আকৃষ্ট করেছিল কবি ইয়েটস কে এবং সমগ্র পাশ্চাত্যকে।
কী অসাধারণ কাহিনী। জল ও মাটির ঘটনা। এমন সব আড়ালের অসংখ্য কাহিনী ও রবীন্দ্রনাথকে উপলব্ধির চেষ্টা করেছেন স্বয়ং তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর , বিশ্বভারতী কতৃক ১৯৫৮ সালে ইংরেজিতে প্রকাশিত বইটির ছত্রে ছত্রে আছে এমন চমক ও বিশ্বকবিকে বোঝার চেষ্টা। বইয়ের প্রথম পাতাতেই আছে রথীন্দ্রনাথের জন্মের আগে আগেই ১৮৮৮র নভেম্বরে ঠাকুর পরিবারের পারিবারিক খাতায় লেখা হিতেন্দ্রনাথ ঠাকুরের লেখা, - রবি কাকার সন্তান হবে একটি ছেলে, মেয়ে নয়! যদিও বাবার বড় ছেলের কিন্তু পরিবারের সকল ভাইদের মাঝে ছোট হওয়ায় রথী অন্যদের কতৃত্বের মাঝেই বেড়ে উঠেছিলেন। এরপর ছোট ছোট প্যারাতে অসাধারণ ঠাস বুনটের নান্দনিক সব বাক্যে রথী লিখেছিলেন তার ঠাকুরদা, কাকা, বাবা, অন্যান্যদের নিয়ে ।
জানিয়েছেন কী করে তলস্তয়ের মত ঋষি সুলভ চেহারা ও গাম্ভীর্য নিয়ে কীভাবে দিজেন্দ্রনাথ ঠাকুর সাইকেল নিয়ে ভিড় ঠেলে পার্ক স্ট্রিটে জেতেন, কীভাবে বন্ধুদের দাওয়াত করে বাসায় জানাতে ভুলে যেতেন এমন সব রসঘন ঘটনা। মহর্ষি দেবেন্দ্রনাথ সবাইক বাদ দিয়ে তার কনিষ্ঠ পুত্রকে, যে কিনা মূলত একজন কবি, জমিদারি দেখাশোনার জন্য তা যেমন রবীন্দ্রনাথের ভাতা মাসে ১০০ রূপী বেড়ে যায় (আগে ছিল ২০০ রূপী), কিন্তু সেই সাথে বাড়ে তার উপরে অনেকের ঈর্ষাও।
বইয়ের অনেকখানি জুড়ে আছে শিলাইদহের সুশীতল বর্ণনা। পদ্মার ঢেউ আর চরের গল্প। বাচ্চাবেলার মাস্টারদের কথা। বিশেষ করে মিঃ লরেন্স নামে ইংরেজের কথা যিনি হাজার হাজার রেশম পোকার সাথে এক বাড়ীতে থাকেন ( এই ব্যাপারে আবার উৎসাহ পেয়েছিলেন ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রয়র কাছ থেকে), মাস্টারদের কাছে বাচ্চারা ইংরেজি, সংস্কৃত ও গণিত শিখত, কিন্তু বাংলা পড়ত সবাই স্বয়ং কবিগুরুর কাছেই। শিলাইদহে নিয়মিত বেড়াতে আসতেন দিজেন্দ্রলাল রায় (যিনি কবিগুরুকে এক জমিতে আলু চাষের পরামর্শ দিয়েছিলেন, আলু তখনও বাংলায় এক অজানা ফসল), বিজ্ঞানী জগদীশ বসু(যিনি প্রতিদিন সকালে চরে ভ্রমণে যেতেন, এবং অনেকগুলো কচ্ছপের ডিম দিয়ে নাস্তা করতেন, সেই সাথে কাছিমের মাংস পেলে খুব খুশী হতেন), অক্ষয় কুমার মৈত্রেয় ( রাজশাহীতে কর্মরত আইনজীবী এবং বাংলা ইতিহাস চর্চার দিকপাল) সহ অনেকেই।
নদীয়া, পাবনা, ফরিদপুর, রাজশাহী, বগুড়া ও উড়িষ্যার কটক পর্যন্ত ছড়িয়ে থাকা জমিদারিতে রবি ঠাকুর এমন ব্যবস্থা নিয়েছিলেন যাতে প্রজারা সরাসরি তার সাথে দেখা করতে পারে। সেই এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল আঁখ মাড়ানোর জন্য Tagore and Co চেষ্টা করেছিল বিশেষ মোটর চালিত যন্ত্র চালু করতে, যা গরুর গাড়িতে করে পরিবহণ করা হত, যদিও ম্যানেজার অনেক টাকাপয়সা নিয়ে সটকে পড়ায় পুরো কোম্পানি লাটে ওঠে এবং রবি ঠাকুরের সারা জীবনের একমাত্র ব্যবসায়িক প্রচেষ্টা থেমে যায়।
শিলাইদহের এক অজানা ঘটনার কথা রথী বর্ণনা করেছেন এইভাবে , হঠাৎ ব্যপক ঝড় শুরু হল, ঝড় থেকে বাঁচার জন্য একটা সরু খাল মত জায়গা যাকে দহ বলে সেখানে নৌকা প্রবেশ করানো হল। তিন দিনের মাথায় ঝড়ের প্রকোপ একটু কমলে বাবা নৌকার ডেকে হাঁটাচলা করে দেখছিলেন কী অবস্থা। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন নদীর মাঝখানে এক ডুবো ডুবো মানব শরীর দেখে, যার ছিল বিশাল লম্বা চুল।
বাবা সাথে সাথে মাঝিদের একটি ডিঙ্গি নিয়ে সেই ডুবন্ত নারীকে উদ্ধার করতে বললেন। ঝড়ের মাঝে কেউ একাজ করতে রাজী না হওয়ায় বাবা খুবই বিরক্ত হলেন এবং নিজেই ডিঙ্গির মধ্য লাফিয়ে নেমে যাত্রা করতে উদ্যত হলেন। তখনও সবাই দাঁড়িয়েই ছিল। কিন্তু আমাদের মুসলিম বাবুর্চি অন্যদের কাপুরুষ বলে গালাগাল করে বাবাকে সাহায্য করতে গেলে অবশেষে আরও কজন তাঁর সাথে যোগ দিল। যখন তাঁরা সেই ডুবন্ত নারীর কাছে পৌঁছালেন দেখা গেল সে উদ্ধার হতে মোটেও রাজী নয় ! আসলে বেচারি আত্মহত্যার চেষ্টা করছিল !!! বাবা আবিস্কার করলেন মহিলা তারই এক প্রজার স্ত্রী। কোন এক অজানা অভিমানে পানিতে ডুবে মরতে গিয়েছিলেন। তাঁর স্বামীকে তলব করা হল, বাবা স্বয়ং সেই স্বামীর সাথে কথা বললেন। তাঁরা একসাথে বাড়ী ফিরে তো গেলই, এবং স্বামীপ্রবরটি তাঁকে আর কোনদিনই অসুখী হতে দেন নি। শিলাইদহ ও এর অধিবাসীদের জীবন থেকেই গল্পগুচ্ছের অনেক গুলো ধারণা পেয়েছিলেন কবি।
বিখ্যাত বাবার জীবনের দুই ভাগে ভাগ করেছেন তার পুত্র, প্রথম ভাগে তরুণ রবি যে সৃষ্টিশীলতা খুঁজে চলেছে আর দ্বিতীয় ভাগে প্রাপ্তবয়স্ক রবি, কিন্তু সবসময় তার প্রথম ও প্রকৃত ভালবাসা ছিল এই সবুজ ডাঙ্গার প্রতি, ঘন বাঁশঝোপ ছাওয়া শান্তিময় গ্রাম, জাদুময় নদীর মায়াময় চর, বুনোহাঁসের ডাকে যা থাকে সরগরম, এগুলো তিনি দেখতেন তার নৌকা পদ্মা থেকে। শিলাইদহ, শাহজাদপুর, পতিসরের ৩ কুঠিবাড়ি থেকে কর্মচারীদের বয়ে আনা সমস্ত হিসাবই কবি খুব দ্রুত শেষ করে সবসময় লেখালেখিতে ফিরে যেতেন। সন্ধ্যার পড়ে কিছুটা বিশ্রাম নিয়ে ছেলে রথীকে নিয়ে বসতেন নৌকার ডেকে, মেতে উঠতেন আলাপচারিতায়। আর কবিসম্রাট সবসময়ই বইয়ের লাইব্রেরী সাথে নিয়ে ঘুরতেন বিশেষ করে ভাষা, নৃতত্ত্ব, নানা বিজ্ঞানের বই, ইংরেজি ও সংস্কৃত ক্ল্যাসিক উপন্যাস ইত্যাদি, কিন্তু কোন সময়ই বাংলা বা ইংরেজিতে হালকা ধাঁচের কিছু পড়তেন না।
স্মৃতির মণিকোঠা হাতড়ে নানা ধরনের রঙবেরঙের স্মৃতি আমাদের দিয়েছেন রথীন্দ্রনাথ, যেখানে আছে বাবার কাছে সাঁতার শেখার গল্প, আবার বাবার সাথে হিমালয় যাবার স্মৃতি, শান্তি নিকেতনের প্রথম দিকের গল্প, যে প্রতিষ্ঠান চালাতে যেয়ে তার মায়ের প্রায় সমস্ত গহনা বিক্রি করতে হয়েছিল।
লেখার ফাঁকে ফাঁকে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে আলগোছে ছবি এঁকে গেছেন রথীন্দ্রনাথ, প্রকৃতিকে তুলনা করেছেন এক হিংসুটে প্রেমিকার সাথে, যার কাছে কেবলমাত্র একাকী একটি পরিষ্কার মন নিয়ে গেলেই দর্শন পাওয়া সম্ভব হতে পারে। প্রতিটি গাছ, প্রতিটি পাখির ডাক কীভাবে তাঁকে উজ্জীবিত করে তার মনকাড়া বর্ণনা। কেমন কাতর ভাবে ময়নার খোঁজে শাল বনে বা পতঙ্গের ডাকে তন্ময় হয়ে হারিয়ে যাবার জন্য নিজেকেই আহ্বান করেছেন রথি তা পাঠককে আসলেই ব্যকুল করে তোলে।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা জাতির জেগে ওঠা বিশেষ করে তাতে বিশ্বকবির সক্রিয় অংশগ্রহণ, দেশাত্মবোধক গান লেখা , স্বদেশী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ ইত্যাদির বয়ানসহ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, বিশ্ব-ভারতীর ভূমিকা ইত্যাদি লিখেছেন তিনি নির্মোহ পর্যবেক্ষকের দৃষ্টিতে।
১৯০৬ সালে রথী কৃষিবিজ্ঞানে উচ্চতর শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন, ইউনিভার্সিটি অফ ইলিনয়ের উদ্দেশ্যে টেলিগ্রাম করে শিকাগো স্টেশনে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য জানিয়েও সেখানে পৌঁছে তিনি এবং তাঁর সঙ্গী কাউকেই পেলেন না ! পরে আবিস্কার হয় যে যা টেলিগ্রাফ অপারেটরকে রথী জানিয়েছিলেন যে তারা দুইজন ছাত্র India থেকে আচ্ছেন, সেটাকে বুদ্ধিমতী অপারেটর সুন্দর করে Indiana করে দিয়েছিল! যেহেতু Indiana শিকাগোর পাশেই তাই কেউ তাদের স্বাগতম জানাবার জন্য স্টেশনে যাবার প্রয়োজন অনুভব করে নি।
১৯০৯ সালে মার্কিন দেশ থেকে ফেরার পরেই রথী তাঁর বাবার সাথে শিলাইদহে যান, যে ভ্রমণ নিয়ে উচ্ছসিত রথী বলেছেন সেখানে বাবা ছাড়া আর কেউই ছিল না, বিশাল নৌকায় ভেসে বিশেষ করে প্রতিটি সন্ধ্যায়ই আমরা জগতের নানা বিষয় নিয়ে আলোচনায় মেতে উঠতাম। বাবার পরামর্শেই ১৯১০ সালে রথী প্রতিমাকে বিয়ে করেন, এটিই ছিল ঠাকুর বাড়ীর কোন সদস্যের প্রথম বিধবাবিবাহ।
কয়েক বছর পরে পাকাপাকি ভাবে শান্তিনিকেতনে চলে আসেন রথী, কিন্তু তাঁর কিছুদিন এক ব্যবসায় জড়িয়ে নিজের এক বিশেষ শখের সাথে বেশ জড়িয়ে ছিলেন- গতি! নতুন নতুন মডেলের গাড়ীর নিয়ে দূরদুরান্তের গন্তব্যে চলে যেতেন মূলত দ্রুতগতিতে চালাবার নেশায়।
স্ত্রী মারা যাবার পর রবীন্দ্রনাথ বেশ ভেঙ্গে পড়েছিলেন, নিজের স্বাস্থ্যের দিকে তাঁর কোন নজরই ছিল না বলা চলে। সেই সাথে বিশ্বভারতীর চিন্তা তাঁর শারীরিক, মানসিক ছাড়াও অর্থনৈতিক ভাবেও দুর্বল করে ফেলেছিল। এক পর্যায়ে স্বাস্থ্য বেশী খারাপ করলে তাকে পূর্ণ বিশ্রামের জন্য শিলাইদহে পাঠানো হয়। তার পরের ঘটনা দিয়েই তো লেখাটি শুরু হয়েছে, তাঁর পুনরাবৃত্তি না করে আমরা চলে যাই রবীন্দ্রনাথের স্বাস্থ্য উদ্ধার করে কোলকাতা ফিরে আসার পর তাদের বিলেত যাত্রার বর্ণনাই।
১৯১২র ২৭মে সবাই মিলে বোম্বে থেকে জাহাজে চাপেন, আম রবি ঠাকুরের বিশেষ প্রিয় বিঁধায় আলফানসো জাতের এক ঝুড়ি আম কেবিনে নিয়েছিলেন রথী। লন্ডনে পৌঁছে তারা প্রথম বারের মত পাতাল রেলে চাপেন চ্যারিং ক্রস স্টেশন থেকে, বিজ্ঞানের এই আবিস্কার তাদের করে ছিল মুগ্ধ, বিস্মিত। কিন্তু এই ফাঁকে গীতাঞ্জলী এবং তাঁর সেই ইংরেজি সংস্করণ The Gardener এর মূল পাণ্ডুলিপি হারিয়ে ফেলেন রথী, যা পরদিন সবার নজরে আসে! অবশেষে লাগেজ অফিসে সেই পান্ডুলিপির ব্যাগ পাওয়া যায়, তা না পাওয়া গেলে ঘটনাপ্রবাহ কোনদিকে যেতে তা নিয়ে বেশ একটু রগড় করে নিয়েছেন রসিক রথী।
সেবার লন্ডনে রবি দর্শনে আসেন ইয়েটস, এইচ জি ওয়েলস, মেসফিল্ড, পরবর্তীতে লরেন্স অফ অ্যারাবিয়া খ্যাত টি ই লরেন্স, এজরা পাউন্ড, মে সিনক্লেয়ার প্রমুখ। যেবার বার্টান্ড রাসেলের সাথে রবি ঠাকুরের প্রথম দেখা হয়, কেবল তাঁর সাথে দেখা করার জন্যই কেম্ব্রিজ থেকে এসেছেন এটা বলে রাসেল দুম করে প্রশ্ন কর বসেন ”Tagore, what is beauty?” , প্রশ্নের আকস্মিকতায় রবীন্দ্রনাথ খানিকক্ষণ নীরব থেকে তাঁর মতামত ব্যক্ত করেন এবং পরবর্তীতে এই নিয়ে মূল্যবান প্রবন্ধও রচনা করেন, যা তাঁর বইয়ে স্থান পায়। এক ভোজসভায় জজ বার্নাড শ এবং রবি ঠাকুরকে পাশাপাশি আসনে বসিয়ে সবাই আশা করেছিল দারুণ বুদ্ধিদীপ্ত এবং রসঘন আলাপের ফুলঝুরি কিন্তু সেবার মস্ত কথা রবিকেই চালাতে হয়েছিল, বার্নাড শ ছিলেন সম্পূর্ণ নিশ্চুপ কিন্তু পরের বার কুইনস হলে এক সঙ্গীত সভায় পেছন থেকে রবি ঠাকুরকে বেশ জোর দিয়ে পাকড়াও করে মুখোমুখি দাড় করিয়ে দিয়ে প্রশ্ন করল, ”চিনতে পারছেন, আমি বার্নাড শ?” !!
এর পরের অধ্যায়ে রবি ঠাকুরের ভ্রমণ পিপাসার উপরে বিশেষ আলোকপাত করেছেন রথী, শিশুকাল থেকে রবি একটানা বাড়ীতে থাকতে পছন্দ করতেন না। বাবা ও স্ত্রী নিয়ে ১৯১২, ১৯২০, ১৯২৪, ১৯২৬, ১৯৩০ সালে একসাথে দূর দেশ ভ্রমণে যান। ১৯৩২ সালে ইরান ও ইরাক ভ্রমণে রবীন্দ্রনাথ প্রতিমাকে সাথে নিয়ে যান। যদিও ১৯১২ সালের বিলেত ভ্রমণের কথা বিশেষ ভাবে স্মরণ করেছেন রথী, কারণ এর পরপরই গীতাঞ্জলীর জন্য সাহিত্যে নোবেল পান বিশ্বকবি, এবং এর পরে তারা ইউরোপে আবার আসেন ১৯২০ সালে। সেই দুটি বছর তারা ইউরোপের প্রায় সকল দেশেই পদার্পণ করেন, সেই সাথে শীতের সময়ে মার্কিন দেশেও।
১৯২০ সালের দিকে রবীন্দ্রনাথের বইয়ের জার্মান সংস্করণ তখন লাখ লাখ কপি বিক্রি হচ্ছে জার্মানিতে, রয়্যালটি বাবদ মিলিয়ন মিলিয়ন ডয়েস মার্ক জমেছে ব্যাংকে। তাঁকে জানানো হল যুদ্ধের পর মার্কের দাম খুব দ্রুত কমে যাচ্ছে (তখন বেশ কিছু দিন দিনে দুইবার বেতন দেওয়া হত, যাতে মার্কের দাম আবার কমার আগে মানুষ কিছু বাজার করতে পারে), এখন কি কর্তব্য।
রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণের এক পর্যায়ে যখন জার্মানিতে পোঁছালেন ততদিনে সেই মিলিয়ন মিলিয়ন ডয়েস মার্কের দর কমে হয়ে গেছে দশ হাজার রুপী !!!
বন্ধুরা উপদেশ দিল, এই টাকায় ব্যাভারিয়ান বন্ড কিনে নাও, তাতে কিছুটা সাশ্রয় হবে। যখন বণ্ড কেনার সিদ্ধান্ত হল তখন ব্যাঙ্ক জানালো রবি ঠাকুরের টাকা কমে এখন হয়েছে মাত্র কয়েক আনা, এবং তারা অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন !!
এই প্রসঙ্গে কবি পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন- বাবা একবার কোটিপতি হয়েই গেছিলেন, কিন্তু ভাগ্যিস সেই বিপর্যয় তাঁকে বেশীদিন সহ্য করতে হয় নি !
ইতিমধ্যে নানা ভাষায় অনুবাদের কারণে রবির কিরণ আদরণীয় হয়ে উঠেছে সারা মহাদেশেই। দক্ষিণ ফ্রান্সের বেলাভূমিতে অবস্থানের সময় এক জেলেকে জাল শুকাতে দিয়ে বই পড়তে দেখায় কৌতূহলী হয়ে সে কী পড়ছে জিজ্ঞাসা করায় সে উৎফুল্ল স্বরে বলেছিল, ”ভেব না আমি কোন রোমান্টিক আবর্জনা পড়ছি, এটা রবি ঠাকুরের লেখা, নাম ডাকঘর!”
উপমহাদেশীয় সেনাবাহিনীর এক অফিসার রথীকে জানিয়েছিল ইউরোপে অনেকখানে যেখানে তাঁর সৈন্যদল নিয়ে ট্রেন থেমেছিল, তরুণীরা এসে ফলের ঝুড়ি ও ফুলের তোড়া উপহার দিয়ে চিৎকার করে বলতে ”ঠাকুরের দেশের মানুষদের জন্য”। বইটিতে এক পাতা জুড়ে রাখা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে নিহত তরুণ কবি উইলফ্রেড ওয়েনের মা সুসান ওয়েনের একটি মর্মস্পর্শী চিঠি, যেখানে যুদ্ধযাত্রারত তরুণ কবিকে রবি ঠাকুরের কবিতা কতটা প্রভাবিত করেছে তাঁর নিটোল বর্ণনা ঠাই পেয়েছে। ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পাবার পরে রবি ঠাকুর নিয়ম মোতাবেক সশরীরে সুইডেন আজাব্র আমন্ত্রণ রক্ষা করতে না পারায় যুদ্ধ শেষে ১৯২০ সালে যখন ফের ইউরোপ যাত্রা শুরু করেন তখন সিদ্ধান্ত হয়েছিল যে সেযাত্রায় প্রথম দেশটিই হবে সুইডেন। এবং উত্তর সাগর ধরে জাহাজে করে নরওয়ের বিখ্যাত বের্গেন শহরে যাবার সিদ্ধান্তও নেওয়া হয়। নানা কারণে পরবর্তীতে নরওয়ে যাবার পরিকল্পনা বাতিল করে কয়েক ঘণ্টার নোটিশে প্যারিস যাত্রা করেন তারা, এবং কয়েকদিন পরেই বেশ কিছু খবরের কাগজের কাটিং পান রথী যেখানে কবি গুরুর নরওয়ের বের্গেন শহরের ভ্রমণের সচিত্র বিশাল রিপোর্ট ছাপা হয়েছিল !! ভুয়া সংবাদ ছাপা যে নতুন কিছু নয় তা সেই সময়ও স্মরণ করেছেন রথী।
প্যারিসে থাকার সময়ও বিখ্যাত চিত্তাকর্ষক লোকদের সাথে তাদের সাক্ষাৎ চলতেই থাকে। বিশেষ সখ্য গড়ে ওঠে প্রফেসর Le Brun এবং প্রফেসর ফসেটের সাথে , যাদের উভয়েরই তাদের তরুণী স্ত্রীর সাথে পরিচয় ঘটেছিল রবি ঠাকুরের কবি অনুবাদ করতে যেয়ে এবং শেষ পর্যন্ত পরিণয় লাভও করে! ফলে রবি হয়ে উঠেছিলেন তাদের সম্পর্কের সেতু। এছাড়া রবীন্দ্রনাথ বিশেষ উৎসাহী ছিলেন আদ্রে জিদ এবং রোম্যা রল্যার সাথে সাক্ষাতের জন্য। সেই সাথে তারা উপভোগ করেন সেজান, মানে, রদ্যা, রেনোয়া, ভ্যান গগ, রদ্যা প্রমুখ শিল্পীর কাজ, যা ছিল সেই সময়ে আলোচনার অন্যতম বিষয়বস্তু। এদের মাঝে ভিনসেন্ট ভ্যান গগের কাজের বিশেষ ভক্ত হয়ে ওঠেন রথী।
১৯২৪ সালে ঠাকুর পরিবারের সাথে দেখা হয় আর্জেন্টিনার কবি ভিত্তোরিয়া ওক্যাম্পোর, যিনি ছিলেন ল্যাতিন আমেরিকার অন্যতম আলোচ্য কবি এবং সেই সাথে রবীন্দ্রনাথের গুণমুগ্ধ ভক্ত। রবির যে কোন ইচ্ছা পূরণে ভিত্তোরিয়া ছিলেন অতি ব্যগ্র। পেরু সরকারের আমন্ত্রণে জাহাজে করে পেরু যাত্রার সময়ই ভিত্তোরিয়া ওক্যাম্পোর চাপাচাপিতেই রবীন্দ্রনাথ আর্জেন্টিনায় তাঁর আতিথ্য গ্রহণ করতে বাধ্য হন, যদিও ভিত্তোরিয়ার মূল যুক্তি ছিল এই স্বাস্থ্য নিয়ে আন্দেজ পাড়ি দিয়ে পেরুতে যাওয়া কবিগুরুর জন্য ঝুঁকিপূর্ণ হতে দাড়াতে পারে ( পরে যা সঠিক প্রমাণিত হয়), কিন্তু এই ঘটনার কারণে পেরু এবং আর্জেন্টিনা সরকার মাঝে বড় আকারের রাজনৈতিক টানাপোড়নের সৃষ্টি হয়। আর্জেন্টিনা থেকে ফেরার পথে ভিত্তোরিয়ার ইচ্ছা অনুযায়ী একটি বিশেষ চেয়ার রবীন্দ্রনাথ সাথে করে নিয়ে আসেন, যা জীবনের শেষ পর্যন্ত তিনি ব্যবহার করেছিলেন, এবং সেই চেয়ার নেওয়া সম্ভব করার জন্য জাহাজের কেবিনের দরজা অপসারণ করে বিশেষ কায়দায় সেটিকে কেবিনে স্থাপন করা হয়েছিল। ১৯৩০ সালে রবীন্দ্রনাথ তাঁর চিত্রকর্মের প্রদর্শনীর জন্য প্যারিসে অবস্থানের সময়ে ভিত্তোরিয়া ওক্যাম্পোর সাহায্যেই তা সুচারু ভাবে সম্পন্ন করতে পেরেছিলেন।
সুইডেন ভ্রমণে সময় সুইডেনের রাজা ছাড়াও নোবেল জয়ী লেখক ন্যুট হামসুন, পর্যটক লেখক স্বেন হেদিন প্রমুখের সাথে তাদের আলোচনা হয়। রবীন্দ্রনাথ নিজেও হেদিনের ভ্রমণকাহিনীর বিশেষ ভক্ত ছিলেন। সুইডিশ সরকার রবি ঠাকুরকে মিলিটারি সমুদ্র বিমানে করে বার্লিন নিয়ে যেতে চাইলে হেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় তা ভেস্তে যায় এবং তারা ট্রেনে করে জার্মান গমন করেন, কারণ হেদিন দেশপ্রেমিক হলেও সুইডিশ বিমানের উপর ভরসা করতেন না!
এর মাঝে চেক দেশে এক মজার ঘটনা ঘটে, কবিকে পরিবহন করা গাড়িটি হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে থেমে যায় এবং সেখানেই এক বাড়ীর মালিক এসে গাড়ী সারাই করার সময়টুকু কবিকে তাঁর বাড়ীতে অবস্থানে জন্য আমন্ত্রণ জানান, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তা ছিল ফটো সাংবাদিকদের তৈরি একটি ফাঁদ, তারা যথেচ্ছ ছবি তোলার পরে কবিকে রেহাই দেয়। যদিও রথী বলেছেন, সেই দিন কয়েকটি ছিল রবীন্দ্রনাথের সেরা আলোকচিত্র। পশ্চিমের অনেক শহরেই লোকেরা ফিসফিস করে বলত, মানুষটা একেবারে আমাদের প্রফেটের মত দেখতে।
১৯২৬ সালে মুসোলিনির আমন্ত্রণে ইতালি সফরে যান রবি ঠাকুর, যা সারা বিশ্বে ব্যপক ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। স্পেশাল ট্রেনে করে তাদের নেপলস বন্দর থেকে রোমে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে এঁকের পর এক সাক্ষাৎকার চলতে থাকে। এক পর্যায়ে রথী এবং প্রশান্ত মহালনবীশের মনে সন্দেহ জাগে যে গুরুদেব যা বলছেন স্থানীয় খবরের কাগজে তা বিকৃত ভাবে ছাপা হচ্ছে, ফলশ্রুতিতে ইতালির অন্যতম পণ্ডিত দার্শনিক Benedetto Croceর সাথে সংগোপনে কয়েক ঘণ্টা একাকী আলোচনা করেন গুরুদেব এবং ফ্যাসিস্ট মুসোলিনি সরকারের উদ্দেশ্য কিছুটা বুঝতেও সক্ষম হন। এমন সব রোমাঞ্চকর ভ্রমণের পর রথী আবার ফিরে আসেন এই বাংলায়, আত্রাই নদীর তীরে পতিসরে। এবং পরের অধ্যায়গুলোতে বিশেষ ভাবে চিত্রিত করার চেষ্টা করেন তাঁর অতি বিখ্যাত বাবার মানসলোককে-
সাবলীল ভাবেই তিনি স্বীকার করেছেন যে ”It is not easy to understand a man of genius”, এবং রবীন্দ্রনাথের সুক্ষ মনন বোঝা যে সহজ ছিল না তা দেখিয়েছেন কিছু উদাহরণ দিয়ে। সেইসাথে এও বুঝেছেন তা ভক্তকূল পরিবেষ্টিত অবস্থায় থাকলেও রবি ঠাকুর সবসময়ই বন্ধুর জন্য তৃষ্ণার্ত ছিলেন, যার সাথে তাঁর মন মিলে, যার কাছে মনের কথা বলা যায়, কিন্তু সেই সন্ধান তিনি আজীবন করেই গেছেন কেবল।
একবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোট ছেলে রবিকে ডেকে তাঁর কবিতা শুনতে চান। সেদিন ঘণ্টার পর ঘণ্টা রবির স্বকণ্ঠে আবৃত্তি শুনে তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এবং মহর্ষি জানান তিনি রাজা হলে রবিকে যথোপযুক্ত পুরষ্কার দিতেন, কিন্তু তিনি যা সেই হিসেবেই অন্তত এই কবিতাগুলি বই হিসেবে প্রকাশ করার দায়িত্ব নিতে চান। কবিতাগুলি নৈবেদ্য নামে প্রকাশিত হয়, এবং এর বেশ কিছু গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদে ঠাই পায়।
রথীর মতে রবীন্দ্রনাথ কোন সময়ই তাঁর সন্তানদের সাথে রুক্ষ ব্যবহার করতেন না। বিশেষ করে মারধোরের কোন বালাইই ছিল না। সারা জীবনে মাত্র ৩ বার বাবাকে তাঁর উপর রাগ করেছিলেন রবি ঠাকুর- একবার শিশুকালে স্নান করা নিয়ে মায়ের সাথে নিত্য ঝামেলা করলে একবার রথীকে তিনি একটি আলমারির উপরে বসিয়ে রাখেন, এতেই তাঁর শিক্ষা ঘটে! ২য় বার শিলাইদহে দুর্গা পূজার সময় নৌকা নিয়ে পাবনা গিয়ে ফেরার পথে পথ হারিয়ে বিপদে পড়লে, পরে রাত ২ টার পরে তারা ফিরতে সক্ষম হলে হারিকেনের আলোয় দেখেন নদীর তীরে অপেক্ষমাণ বাবা রাগী মুখ, যদিও তিনি রথীর সাথে সেই সাথে একটি শব্দও বিনিময় করেন নি। আরেকবার শান্তি নিকেতনের তরুণ শিক্ষকদের নিয়ে একটি পিকনিকের পর অনেক দেরী করে ভোর বেলা ফিরলে কেউই সেদিনের নির্ধারিত ক্লাস নিতে সক্ষম না হওয়ায় গুরুদেবকে অবস্থা ব্যাখ্যা করার জন্য রথী গেলে তিনি কেবল প্রশ্ন করেছিলেন, তোমাদের ভাল লেগেছে তো? সেই এক প্রশ্নেই শান্তি নিকেতনের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার যে তিনি কত বিরক্ত তা ফুটে উঠেছিল।
শান্তি নিকেতন চালাবার জন্য স্ত্রীর গহনা ছাড়াও নিজের স্বর্ণের হাত ঘড়ি চেইন সহ বিক্রি করতে বাধ্য হন রবি ঠাকুর। অনেক পরে ১৯১০ সালে এই ঘড়ির ক্রেতা মহিলা রথীর বিয়েতে উপহার দেন, যা রথীন্দ্রনাথ সারা জীবন সযত্নে রক্ষা করেছেন।
)
মাত্র ৪১ বছর বয়সে পাঁচ সন্তানের জনক রবীন্দ্রনাথ বিপত্নীক হন, যার মধ্যে কনিষ্ঠ সন্তান ছিল মাত্র ৮ বছর বয়স্ক। কিন্তু কঠোর শৃঙ্খলাপরায়ণ কবির দিন শুরু হত ভোর চারটায়, রথী অবাক হয়ে জানিয়েছেন কী করে রবীন্দ্রনাথ প্রায় একই সাথে কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস, গল্প লিখতে পারতেন। সকাল ছিল তার সবচেয়ে উৎফুল্ল সময়, যখন তিনি প্রায়ই অতিথিদের সাথে হাস্যরসে মেতে উঠতেন। যদিও তার পড়ার সময় ছিল রাত। বেশ রাত করে পড়তেন প্রতিদিনই। দিতে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমই যথেষ্ট ছিল তাঁর জন্য। এবং প্রায় কোন কিছুই রবির চিন্তাজাল কে ছিন্ন করতে সক্ষম হত না, দেখা গেল কোন অসমাপ্ত কবিতা বা গল্প ফেলে এক ঘণ্টা কোন কাজ করে এসে ফের সেখান থেকেই শুরু করছেন। তাঁর বিশ্রামের একমাত্র লক্ষণ ছিল যখন তিনি গান রচনা করে তাতে সুরারোপ করতেন। শেষ বয়সে চিত্রকর্ম আঁকাও একটা বিশ্রামের মতই ছিল।
বাবা রবির যে জিনিসটা পুত্র রথীকে সবচেয়ে বেশী অভিভূত করেছে তা হচ্ছে জীবনে এক মুহূর্তের জন্যও তিনি বড় হওয়া থামান নি। সব সময়ই নিত্য নতুন ধারণা প্রয়োগ করেছেন লেখাতে, অনেক সময়ই বেশ বৃদ্ধ বয়সেও। রবীন্দ্রনাথের এক কবিতায় আছে কবিকে তাঁর জীবনীগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না, সেই কথা স্মরণে রেখেই যেন রথী বইটির শেষ লাইনে বলেছেন, ” কবিতাগুলোই হচ্ছে তাঁর জীবনের গল্প, এবং আমাকে এই বলেই শেষ করতে হচ্ছে যে তাঁর রচিত সর্বশ্রেষ্ঠ কবিতা ছিল তাঁরই যাপিত জীবন। ”
( এই দুর্লভ বইটি ভারত থেকে আমাকে ফটোকপি করে বাঁধিয়ে এনে দিয়ে অফেরতযোগ্য ঋণে ঋণী করেছেন অদিতি কবির খেয়াদি, এই লেখাটি তারই জন্য।
ব্যবহৃত ছবিগুলো নেট থেকে নেওয়া।
আর অবশ্যই তাকে স্মরি, ২৫ বৈশাখে যার আগমন ঘটেছিল- সর্বদাই- প্রতিদিন, প্রতিক্ষণ। )
দারুণ, তেমনি রিভিউ ---- এখুনি পড়তে ইচ্ছে করছে!! কোন প্রকাশনী, পেংগুইন?
রবীন্দ্রনাথ বলতেন তাঁর পুত্র হয়ে জন্মালে রথীন্দ্রনাথ নিজের নাম সুপরিচিত হতেন, হতেন দেশে বিখ্যাত মানুষ, নিজের গুনে। ব্যক্তি রথী তাঁর পিতৃপরিচয়ের ছায়ায় ঢাকা পড়ে যাওয়ায় রথীন্দ্রনাথের কোনো অহংকারের ব্যথা ছিল না, এখানেই রথীন্দ্রনাথ কে এতটা ভালবাসা ও শ্রদ্ধা করা যায়।
মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের পড়াশুনোর মেয়াদে সেখানকার গ্রন্থাগারে খুঁজে পাই রথীন্দ্রনাথের আরেকটি বই, বাংলায়, `পিতৃস্মৃতি' । এখানে উল্লিখিত বেশ কিছু ঘটনার উল্লেখ সেখানে ছিল। বইটি সম্ভবত সুব্রত মজুমদারের রাজশাহীর পারিবারিক গ্রন্থসঞ্চয়ে পাওয়া যেতেও পারে।
কিছু টাইপো আছে লেখাটিতে - সূক্ষ্ম (সুক্ষ এসেছে), উচ্ছ্বসিত (উচ্ছসিত এসেছে), আবিষ্কার (আবিস্কার এসেছে), গীতাঞ্জলি (গীতাঞ্জলী এসেছে), নৈবেদ্য (নৈবদ্য এসেছে)
শেষ লাইনটির সঙ্গে একমত --
সর্বশ্রেষ্ঠ কবিতা তাঁর যাপিত জীবন!
-আনন্দময়ী মজুমদার
দারূণ!! বইটা পড়তে ইচ্ছে করছে।
হেহেহে - তারেকাণুর লেখায় টাইপো পাইসি -
বিঁধায় - > বিধায়
____________________________
'Man is mortal',তারেক অণুও মানুষ ভুলতো হতেই পারে তাইনা?
অনেক অনেক ধন্যবাদ অনু দা। বইটার নাম কি এবং কোন প্রকাশনী থেকে প্রকাশীত হয়েছে?
__________
সুপ্রিয় দেব শান্ত
বইটা পড়তে ইচ্ছে হচ্ছে
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
বাঃ! খুব সুন্দর!
কিছু কিছু ঘটনার কথা জানা থাকলেও আমার অজানা অনেক কিছু পড়া গেল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
দারুন বইয়ের দারুন একটি রিভিউ!
বইটার অনুবাদের অপেক্ষায় রইলাম, যতদূর জানি একটা পাবলিকেশন্স “আমার বাবা রবীন্দ্রনাথ” নাম দিয়ে বইটি প্রকাশে অনেক প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। কিন্তু আমরা রেইলাম আপনারটার অপেক্ষায়।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
যতদূর জানি হয়নি। হলেও তাতে কি, আপনি করলে অন্যরকম হবে।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
জানা গেল অনেক কিছু যা রবীন্দ্রনাথ সন্মন্ধে পড়েও আগে জানিনি। খুবই ভাল
খুব ভালো রিভিউ অণু।
বাংলা অনুবাদ কি আছে? না থাকলে আপনি অনুবাদের কাজটা শুরু করে দিন।
ইংরেজীতে অত সড়গড় নই বলে বাংলাটাই দরকার আমার।
***********
ভালো থাকবেন অণু।
আপনার জন্য ভালোবাসা।
-------------------------------
কামরুজ্জামান পলাশ
অসাধারণ একটি লেখা, খুব ভাল লাগল। যারা আলোচনায় যোগ দিয়েছেন তাদের কথাগুলোও পড়ে অনেক কিছু জানতে পারলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সৌমিত্র বিশাস
মন্তব্য
আপনার লেখা মানেই পড়ে একগাদা আক্ষেপ করা, "ইশ! লোকটা কত জায়গাতেই না ঘুরে!"
এখন মনে হচ্ছে বলতে হবে, "ইশ! লোকটা কতকিছুই না পড়ে!"
যতটা ধন্যবাদ আপনার প্রাপ্য, ঠিক ততটুকু খেয়াদিকেও!
রাসিক রেজা নাহিয়েন
পড়া কমে যাচ্ছে রে ভাই, তবে আগের মত শুরু করার আশা রাখি।
facebook
অসাধারণ রিভিউ। অনেক অনেক কিছু জানলাম। বইটি পড়তে হবে।
তথ্যে ভুল আছে, অণু ভাই। আসলে ৯ টি কাব্যগ্রন্থ থেকে এবং একটি নাটক ( অচলায়তন ) থেকে ১০৩ টি গান ও কবিতা নেয়া হয়েছিল।
'অনুবাদের সরলতা' কথাটি ঠিক বুঝলাম না, অণু ভাই। এখানে অনুবাদের উপর জোর দেয়া হল কি? পাশ্চাত্যের কাছে গীতাঞ্জলি মানেই ইংরেজী অনুবাদ। এবং অনেকের মতেই, যা মূল থেকে দুর্বল। তারপরও যে আবেদনটুকু অবশিষ্ট ছিল, তাতেই বুঁদ হয়ে থাকলেন ইয়েটস্ সহ অন্যান্যরা!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
রথীর ইংরেজি লেখাতে ১০ বই আছে তো, সেটাই দিলাম। অনুবাদের সরলতা বা কাব্যের সরলতার অনুবাদ যেটাই ধরেন ।
অনেক ধন্যবাদ মূল্যবান তথ্য দেবার জন্য
facebook
১০ টি বই লিখে থাকলে তো ঠিকই লিখেছে, বিভ্রান্তিটা তো ১০ টা-ই কাব্যগ্রন্থ কিনা, তা-ই নিয়ে!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
ঠিক।
facebook
এই বাক্যটির ধারাবাহিকতায় এমনটা কি বলা চলে,
"মিলন হবে কত দিনে,
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষেরও সনে।"
(লালন ফকির)
সুধীন দাশগুপ্তের গীতেও লালনের সেই আকুতি মনের মানুষকে পাবার আকুতি দেখা যায়,
"তুমি আইসবে বলে পথের মাঝে জীবন কেটে গেলো
তুমি এমনি খেলা খেলো- জীবন কেটে গেলো ।"
"চল চল চলরে মন, আরে কোথায় খোঁজ মনেরই জন ।
তুমি যেমন চল সেও চলে, যেমন চল সেও চলে
চলে দিবানিশি সর্বক্ষণ ।
চল চল চলরে মন । "
(সুধীন দাশগুপ্ত)
'
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে.... তারপরও মূত্যু অনিবার্য, জীবনের এক অলঙ্ঘনীয় বিধি।
লালনের দর্শনে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথও কী সেই মনের মানুষের (অলখ) খোঁজ করেছেন!
এখানে কী তাঁর সেই আকুতিই ছন্দোবদ্ধ কবিতার রূপে ঝরে পড়েছে?
"কবে তুমি আসবে বলে রইবনা বসে
আমি চলবো বাহিরে ।
শুকনো ফুলের পাতাগুলো পড়তেছে খসে,
আর সময় নাহিরে ।"
(রবীন্দ্রনাথ ঠাকুর)
facebook
রবীন্দ্রনাথ সংক্রান্ত প্রথম উদ্ধৃতিটার সাথে আপনার দেয়া পরের উদ্ধৃতিগুলি মিলে না বোধহয়। রবীন্দ্রনাথ সংক্রান্ত প্রথম উদ্ধৃতিটাতে সুস্পষ্টভাবেই কোন মানুষ বন্ধু বা সহমর্মীর কথা বলা হয়েছে। কিন্তু পরেরগুলিতে, বিশেষ করে লালনেরটায়- এবং অন্যগুলিতেও বোধহয় - ঈশ্বর-টাইপের কিছুর দিকে ইঙ্গিত করা হচ্ছে। ঠিক সেমিটিক ধর্মীয় দূরবর্তী ঈশ্বর না, সুফি / মরমী প্রেমময় কোন পরম বা অলৌকিক সত্তা টাইপের কিছু মনে হয় - মানুষ না।
****************************************
দারুণ, তেমনি রিভিউ ---- এখুনি পড়তে ইচ্ছে করছে!! কোন প্রকাশনী, পেংগুইন?
রবীন্দ্রনাথ বলতেন তাঁর পুত্র হয়ে জন্মালে রথীন্দ্রনাথ নিজের নাম সুপরিচিত হতেন, হতেন দেশে বিখ্যাত মানুষ, নিজের গুনে। ব্যক্তি রথী তাঁর পিতৃপরিচয়ের ছায়ায় ঢাকা পড়ে যাওয়ায় রথীন্দ্রনাথের কোনো অহংকারের ব্যথা ছিল না, এখানেই রথীন্দ্রনাথ কে এতটা ভালবাসা ও শ্রদ্ধা করা যায়।
মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের পড়াশুনোর মেয়াদে সেখানকার গ্রন্থাগারে খুঁজে পাই রথীন্দ্রনাথের আরেকটি বই, বাংলায়, `পিতৃস্মৃতি' । এখানে উল্লিখিত বেশ কিছু ঘটনার উল্লেখ সেখানে ছিল। বইটি সম্ভবত সুব্রত মজুমদারের রাজশাহীর পারিবারিক গ্রন্থসঞ্চয়ে পাওয়া যেতেও পারে।
কিছু টাইপো আছে লেখাটিতে - সূক্ষ্ম (সুক্ষ এসেছে), উচ্ছ্বসিত (উচ্ছসিত এসেছে), আবিষ্কার (আবিস্কার এসেছে), গীতাঞ্জলি (গীতাঞ্জলী এসেছে), নৈবেদ্য (নৈবদ্য এসেছে)
শেষ লাইনটির সঙ্গে একমত: quote]সর্বশ্রেষ্ঠ কবিতা তাঁর যাপিত জীবন!