হতশ্রী এক রাক্ষুসে পোকা যে কিনা ভেসে ভেসে জলার কোণে কোণে খুঁজে ফিরত ব্যাঙ্গাচি বা দুর্বল ছোট মাছ, তাঁর হঠাৎ যেন শখ হল জল ছেড়ে ডাঙ্গায় উঠবার। সেই অভিযানের লোভেই অনেক কষ্টে সৃষ্টে প্রায় হামাগুড়ি দিয়ে সে জলার যে কোন গাছ, বিশেষ করে ঘাসজাতীয়গুলোর প্রান্ত বেয়ে , কখনো বা ডাঙ্গায় ঘষতে ঘষতে চলত সে অন্তকালের মত। জলে সাবলীল সাঁতরে বেড়ালেও তার বাহিরে পোকাটির অবস্থান বড়ই করুণ, কুৎসিত শুককীটের মত শরীরের মাঝখানে এত্ত বড় একটা কুঁজের মত ফোলা মাংসপিণ্ড, সেটা নিয়েই সে স্থির হয়ে যায় জলসীমানার বাহিরে, হয়ত উদ্যমে ভাটা পড়ে, হয়ত ক্লান্তিতে। তারপর কয়েকশ কোটি বছর ধরে চলে আসা জীবনের আরেক অপরূপ সুন্দর রূপ দেখা যায়, পোকাটির সেই মাংসল পিণ্ড ভেদ করে বেরিয়ে চকচকে, রঙ ঝলমলে একটি শরীর, ইয়া বড়বড় চোখ যার, এর নামই কী মেটামরফসিসের বিপরীত? কিন্তু জাদু শেষ হয়নি তখনো, পুরনো দেহ কন্দর থেকে ছিঁড়েখুঁড়ে বের হবার চেষ্টারত নব বিস্ময় মুখ দিয়ে বাতাস নিতে থাকে ঢোঁক গেলার মত করে, প্রতিটি ঢোঁকেই বাতাস যেতে থাকে গভীর থেকে গভীর, তাঁর দুমড়ানো, কুঁচকানো শরীর নিটোল থেকে নিটোলতর হতে থাকে, আর আমাদের স্তম্ভিত করে দিয়ে পতঙ্গটির পিঠের সরু ফিতের মত জিনিসগুলো অপূর্ব সুষমামন্ডিত পাখায় পরিণত হতে থাকে! মাত্র কয়েক মিনিটের মাঝে শক্তিশালী পাখা মেলে দ্রুতগতিতে শুন্যে মিলিয়ে যায় নব জন্ম নেওয়া সেই পতঙ্গ, পিছনে ফেলে যায় সেই কুৎসিত খোলস।
জীবনের প্রতি অপার বিস্ময় নিয়ে আমরা বিড়বিড় করে স্বগতোক্তি করি, ”এ যে একটা ফড়িং!”
উপরের ঘটনার ভিডিও এই যে-
http://www.youtube.com/watch?v=CyIF7eX6qmo
দেখলেন তো চিরচেনা ফড়িংএর জন্মকে কী মায়া দিয়ে, যত্ন করে, পরম মমতায় ব্যাখ্যা করলেন আমাদের প্রিয় ডেভিড। এইভাবেই চারপাশের চেনা জগতকে নতুন চোখ দেখতে উদ্বুদ্ধ করেন চিরতরুণ মানুষটি, গেয়ে যান জীবনের জয়গান। আজ তাঁর ৮৮তম জন্মদিন। শুভ জন্মদিন ডেভিড,অন্তত শতায়ু হোন আপনি। যদিও আপনার সৃষ্টি অমরত্ব পেয়ে গেছে অনেক আগেই, সেই হিসেবে আপনিও।
(চমৎকার কাজটি স্যাম দা করে দিয়েছেন)
(ডেভিড অ্যাটেনবোরোর শত শত ঘণ্টার তথ্যচিত্রে এমন হাজার হাজার জাদুমুহূর্তে ভরপুর, আসুন না কজন মিলে সেগুলো লেখা শুরু করি, ছড়িয়ে দিই নতুন করে বাংলাভাষীদের মাঝে। অপেক্ষা করছি যেদিন ডেভিড অ্যাটেনবোরোর জাদুমুহূর্ত – ১০০০ দেখতে পাব)
ডেভিড অ্যাটেনবোরোকে নিয়ে কয়েকটি লেখা-
শুভ জন্মদিন ডেভিড অ্যাটেনবোরো
মন্তব্য
ডেভিডকে জন্মদিনের শুভেচ্ছা।
facebook
পুরাই বিস্মিত হইছি।
গোঁসাইবাবু
facebook
জয়তু অ্যাটেনবোরো। শতায়ু হোন আপনি।
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
facebook
জয়তু অ্যাটেনবুড়ো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
facebook
শুভ জন্মদিন ডেভিড অ্যাটেনবোরো।
facebook
শুভ জন্মদিন!
facebook
শুভ জন্মদিন এই 'ক্ষ্যাপা' লোকটাকে।
@ অণু ভাই, লেখার মাঝে ছবিটা খুবই পিচ্চি সাইজে এসেছে, একটু বড় করে দেবেন কি?
শুভেচ্ছা
শুভ জন্মদিন ডেভিড। ( সব জিনিয়াসের জন্ম দেখি আমার লগেই )
এবার বান্দরবান গিয়ে রাখাইন ঝর্ণার ধারে চুপ করে বসে এই ঘটনাটা দেখেছি। এতোটা আশ্চর্য মনেহয় খুব কম সময়ই হয়েছি জীবনে। অপূর্ব একটা দৃশ্য! শুধু একটাই দুঃখ, ম্যাক্রো লান্সটা ছিলো না সাথে !
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জব্বর ভিডিও, সুন্দর লেখা, খুব ভাল লাগল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন