শিরোনামহীন-১

তারিক স্বপন এর ছবি
লিখেছেন তারিক স্বপন [অতিথি] (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ৪:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকালের গর্ভিনী মেঘের ফেরি করতে করতে
যখন পৌছুলাম সুন্দরতার জাহাজ-ঘাটায়
নৈঃশব্দের নোংগর ফেলে কেউ একজন একঠায়।
আমার পকেট উজাড় নক্ষত্রের ধুলোবালি
নৈবেদ্যের খালি ঝাঁপি, গোটাকতক দোমড়ানো
দুঃখের দুর্বায় পিঁপড়ে বসতির হদিস,
অথবা বড়জোর গতজন্মের এঁটো ঠোট।
আর ঋদ্ধ জাহাজী জলদুস্যের সাঁড়াশী প্রবন জুলফির অগচরে
নীল কাঁকরার দাঁড়া জমা রাখে কুহক দ্বীপে


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

ভালো লাগলো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারিক স্বপন এর ছবি

ভালো থাকবেন, কীর্তিনাশা

অবাঞ্ছিত এর ছবি

সুন্দর।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাইফুল আকবর খান এর ছবি

টু বি ফ্র্যাংক, পুরোটা মিলে কোথায় গ্যালো কী বোঝালো বুঝলাম না।
তবু, টুকরো টুকরো শব্দ-বন্ধ দৃশ্যকল্পগুলো বেশ সুন্দর লেগেছে ইন্ডিভিজুয়ালি।
হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।