জ্বলে নেভে
হাতের মুঠিতে আমার অনেক অন্ধকার
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১১:১৩অপরাহ্ন)ক্যাটেগরি:
এভাবেই সাক্ষী হয় সময়! তখন সন্ধ্যার সময় হয়েছে বলা যায় গোধূলী পেরিয়ে সবকিছু নিভে গেছে তখন বৃষ্টির পালা শেষ হয় হয় তখন হাতের মুঠিতে আমার একটা কদম নিস্তেজ সবুজ কিছু ডালপালা আরো হেঁটে হেঁটে ক্লান্ত তবু পথের অনেক বাকি... যখন পথটা হঠাত থমকে দাঁড়ালো তখন তোমার বাড়িতে এতো উৎসব জ্বলে নেভে বাড়িতে সানাইয়ের এতো সুর! আমার অনেক অনেক দেরি হয়ে গেছে... তখন হাতের মুঠিতে আমার অনেক অন্ধকার
- সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ
- ৯টি মন্তব্য
- ৩২৯বার পঠিত