দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা বিদেশি নামের ক্ষেত্রে ইংরেজদের অনুসরণ করা রপ্ত করেছি। ইংরেজি নয় এমন নামও উচ্চারণ করেছি ইংরেজি রীতিতে, বাংলায় বানানও লিখেছি সেই রীতিকে অনুসরণ করেই। তবে যদ্দেশীয় নাম তদ্দেশীয় কায়দায় উচ্চারণ করা বা বাংলায় প্রতিবর্ণীকরণ করার দাবিটা আজকের নয়। অনেক শিক্ষিত বাঙালিই ফরাসি, জার্মান, স্পেনিশ এসব ভাষার উচ্চারণ কিছুটা জানেন। তাঁদের মতে এসব ভাষার নাম সেসব দ ...