বাংলাদেশের এই ফাটাফাটি বিজয়ের দিনে খুশিতে কী করব বুঝে উঠতে পারছি না। খুশির চোটে বিনা কাপড়ে ঘরের মাঝে এক পাক নেচে নিলাম (আহেম!)। কিন্তু তাতে কী আর এমন উস্তুম-কুস্তুম আনন্দের অবসান হয়?!!
মিশন ইম্পসিবল মুভির থিম সং নিয়ে বেশ আগে একটা কাজ করেছিলাম। সেইটা আমার সাউণ্ড সিষ্টেমে সজোরে চাপিয়ে দিলাম।
এখন পুলিশ না আসা পর্যন্ত এইটাই বাজতে থাকবে আমার ঘরে--সোল্লাসে, সজোরে---
বেশ কিছুদিন পর আজ আবার বাক্স থেকে গিটারটা বের করলাম। প্রাথমিক উদ্দেশ্য ছিলো নেট থেকে কিছু পাওয়ার কর্ড শিখবো। কি মনে করে মাইনর কর্ড প্রোগ্রেশন দিয়ে সার্চ করলাম। একসময় ইউটিউবে একটা পুরোনো ভিডিও পেলাম মাইনর ব্লুজ কর্ড প্রোগ্রেশন এর উপর। একেবারে বেসিক ধরনের, তবে আমার ভালো লাগলো ট্র্যাকটা। ফলাফল খাড়ার উপর ডাউনলোড। তারপর অডাসিটিতে হালক ...