তাহারই মত ফুটফুটে এক কন্যা আইল ধরায়৷ অন্ধ গুহায় কাটে শৈশব,হায়! ইশ্বর হননা সহায়৷৷ তবুও মায়েতে স্বপ্নে বিভোর যন্ত্রনার হইবে শেষ৷ কন্যার রূপের ছটায় কথায় মাতিবে সারাটা দেশ৷ ৷তবু মনে হয় ছোটবেলা তার,টিকিয়া আছে সঙ্গোপনে৷ ...