ড. ইউনুস ধরা খেলেন। একেবারে কড়া ধরা যাকে বলে। খোদ নরওয়ের সরকারি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবং যেনতেন সাংবাদিকের হাত দিয়ে তৈরি হয়নি এটি। যিনি তৈরি করেছেন তিনি পুরস্কার পাওয়া লোক। যাইহোক এটা গুরুত্বপুর্ণ না। গুরুত্বপুর্ণ হল আমরা বাঙ্গালিরা এতো দিন ধরে যা ফিসফিস করে বলাবলি করছিলাম তাই আজ সত্য হিসেবে প্রমাণিত হল। তখন আমাদের কথা কেউ শুনে নাই। কিন্তু এখন বিশ্বাস করতেই হব ...