১।ফ্ল্যাশব্যাক
ভেবেছিলাম, টার্ম ফাইনালটা শেষ হোক। পুরোদমে উইকিবাজি শুরু করবো। সিনিয়র ভাইয়ারা পরামর্শ দিলেন, যা করার পিএল-এই শুরু করে দাও। পিএল খুবই প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে শরীর আর মনে যে জোশ আসে, তাতে ইন্টেলের চিপ ডিজাইন করাও তখন তুচ্ছ মনে হয়। আর উইকি তো উইকিই। সো, দেরি না করে লেগে পড়লাম উইকির ক্রিকেটপল্লী গোছগাছের কাজে। আগেই একটা পোস্টে বলেছি, আমাদের ক্রিকেটপল্লীর অবস্থ ...
১।
টার্ম ফাইনালের ঠিক দশ দিন আগে ডিসিশান নিলাম, নাহ, অনেক হয়েছে। ফেসবুকের নেশা আর নয়। অন্তত পরীক্ষার এই ক'টা দিন ফেসবুককে ছেড়ে থাকতে পারবো না? আলবৎ পারবো। তো, হুট করে তো আর এই নেশা ছাড়া যায় না। একটু একটূ করে নেশা কাটাতে হবে। Rome was not built in a day. ঠিক করলাম, প্রথম তিন দিন এক ঘণ্টা পর পর ফেসবুক চেক করবো। পরের তিন দিন দু'ঘণ্টা পর পর। এভাবে ধীরে ধীরে সময় ব্যবধানটা বাড়িয়ে ২৪ ঘণ্টায় নিতে হবে। আমার বন্ ...