পদ্মা সেতুর নাম কি হবে এটা নিয়ে মন্ত্রীসভা আর আওয়ামী লীগ নেতারা খুব চিন্তিত হয়ে পড়েছেন। তাদের সামনে দুটো অপশন। তরুণ নেতারা চান--শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতুটি। তিনি যোগাড় যন্ত্র করে জাপান থেকে টাকা পয়সা বাড়িয়ে আনছেন। আর বুড়ো নেতারা চান--হাসিনার বদলে তার মা বেগম ফজিলাতুন্নেসার নামেই হোক। বোঝা যাচ্ছে বুড়োরা হাসিনার উপরে খুব বেশ ...