গতকাল আরো ৩১ জন শ্রমিক মারা গেছেন। আশঙ্কা করা যায়, এই মৃতের সংখ্যাটা আরো বেশি হবে, এখনও সব তথ্য পরিস্কার হয় নি। গার্মেন্ট শিল্পের অস্থিরতার জন্য আমরা গার্মেন্ট মালিকরা প্রায়ই বিদেশী শক্তি, ধান্দাবাজ শ্রমিক নেতা, স্থানীয় জুট ব্যবসায়ী চক্রকে দায়ী করি।
কিন্তু হা-মীম গ্রুপে মারা যাওয়া ৩১ জন শ্রমিকের ব্যাপারে কারে দায়ী করা হবে?
দায়ী করা হবে আল্লাহকে, কারন আল্লাহর মাল আল্ ...