আমার আম্মা
আমার আম্মার গল্পঃ এ মাদার এ ওয়ারিয়র
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: শুক্র, ১৭/১২/২০১০ - ৬:৩৯পূর্বাহ্ন)ক্যাটেগরি:
আমার আম্মা খুরশিদ জাহান একজন মুক্তিযোদ্ধা। ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টরে তিনি যুদ্ধ করেছেন যেখানে আমার পিতা সাব-সেক্টর উপাধিনায়ক ছিলেন। যুদ্ধের সময় শিশুকে (আমাকে) বুকে নিয়েই তিনি যুদ্ধ করেছেন।
আমরা জানিনা কিভাবে প্রশিকা তার সন্ধান পেয়েছে, অনন্যা পত্রিকা তার সন্ধান পেয়েছে, দ্য নিউ এজ তার সন্ধান পেয়েছে। আম্মা সংগত কারণে মুক্তিযোদ্ধা পরিচয় ফলাও করে বলে বেড়ায় না। হয়ত ...
- রাতঃস্মরণীয় এর ব্লগ
- ৬৭টি মন্তব্য
- বিস্তারিত...
- ১১৩২বার পঠিত