মাঝে মাঝেই উদ্ভট উদ্ভট সময়ে নানারকম অদ্ভুত কথা লিখি। কখনও খাতার পাতায়, কখনও নোটপ্যাডে, কখনও বা খোমাখাতার পাতায়! সচলায়তনে লগিন করা হয়ে উঠেনা আলসেমীর কারণে, তাই বাঁচোয়া, নাহলে সেইসব উদ্ভুট্টি আব্জাবে আমার ব্লগবাড়ি ভেসে যেত কবেই! তবে শেষরক্ষা হলোনা। আজকে লগিন করা হয়েই গেলো! কে জানে, পরীক্ষার পূর্বরাত্রি বলেই হয়তো!
রাত জাগার বিশ্রী অভ্যাস আমার আছে।
পুরো রাত হাঁটুর মধ্যে মাথা ...