ঘরের দেয়াল চারটাকে মাঝে মাঝেই বড় অদ্ভুত লাগে। মনে হয় নিরেট শক্ত দেয়াল চেপে বসেছে চারপাশ ঘিরে। কোনও দরজা নেই, জানালা নেই। অথচ, কী অদ্ভুত, বাইরের সব শব্দ আমি ঠিকই শুনতে পাই। শুধু আমিই বের হতে পারিনা।
ঘরময় অগোছালো জিনিশপত্রের ভিড়ে হঠাৎ চোখ আটকে যায় এক খোলা ডায়রির মলাটে। হাতে নিয়ে পাতা উল্টোতে শুরু করি। কয়েক পাতা পড়ার পর দেখি আমার জানালা সেই পাতা গুলোয়। এই জানালার বাইরে নীল আকাশ, না ...