[১]
নির্বাক ছবির সাথে সবাক ছবির দেখা হইলে এই-ই ঘটে। গদার বলছে। তখন তার মুখ বরাবর মাত্র একটা ক্রিম-পাই ছুঁড়ে মারছে নোয়েল গডিন (ইংরেজি ধারায় উচ্চারণ করলে)। ৮৫ সালের কান চলচ্চিত্র উৎসবে।
আরও একটি বছর পার হয়ে গেল।২০১১ এর দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে। ওয়ান ইলেভেন পার হয়েছে তাও অনেকদিন হয়ে গেল। কিন্তু আমরা, বিশেষ করে আমাদের ভেতর এক শ্রেনীর লোকেরা, খুব সহজেই সব কিছু ভুলে যাই। যদিও আমার স্পষ্ট মনে আছে, দেশের বাইরে থেকেও টের পেয়েছি কি ভয়ানক পরিস্থতির মধ্যে দিয়ে দেশ অতিক্রান্ত হয়েছে। আর দেশের ভেতরে যারা আছেন, তাদের স্মৃতিতে হয়তো সেটা আরো ভালো করে গাথাঁই করা আছে। কিন্তু ...