মিক্সড ম্যারেজ
ব্রেক
লিখেছেন রকিবুল ইসলাম কমল [অতিথি] (তারিখ: সোম, ১৫/০৮/২০১১ - ৯:২১পূর্বাহ্ন)ক্যাটেগরি:
আরিকা আমার হবু বউ। একটু আগে সে আমার কোন কথায় কষ্ট পেয়ে আমার কাছ থেকে কয়েকদিনের ব্রেক চেয়ে নিয়েছে। ব্রেক শব্দটা শুনেই আমি এত ভয় পেয়েছি যে সাথে সাথে চ্যাটাং রেখে উঠে গিয়ে আসরের নামাজ পরে ফেলছি। নামাজ পরে প্রার্থনা করলাম যাতে আরিকার মনটা শান্ত হয়। আমিও যেন ও কষ্ট পায় এমন কথা না বলি। আমার রূঢ় কথার পিছনের ভালোবাসাটা যেন ও টের পায়। আমাকে ছেড়ে যেন না যায়।
- রকিবুল ইসলাম কমল এর ব্লগ
- ১৬টি মন্তব্য
- বিস্তারিত...
- ১১৮৯বার পঠিত