জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবারই কোনও ইচ্ছা কখনও আমার ছিল না। সারাজীবন ডাক্তার হবার স্বপ্ন দেখেছি, উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্টের কারণে সে স্বপ্ন যখন চুরমার হয়ে গেল তখন বাবার জোরাজুরিতে পরীক্ষা দিতে গেলাম জাবিতে। ঢাবির পরীক্ষার আরও পরে ছিল। আমার ইচ্ছা ছিল বিজ্ঞানের কোনও বিষয়ে পড়ার, ফার্মাসী/বায়োকেমিস্ট্রি ছিল প্রথম পছন্দ। বিবিএর কথা মাথাতেও আনিনাই কখনও। ফর্ম প...
(নটরডেম দিয়ে লেখালেখি শুরু করেছিলাম, এরপর নিঝুমের অনুরোধে স্কুলকে হালকা উল্লেখ করেও একটা লেখা দিলাম, এখন চিন্তা করছি, ইউনিভার্সিটি নিয়ে না লিখলে ইউনিভার্সিটির বান্দরগণ মাইন্ড করতে পারে, তাই আজকের লেখা জাহাংগীরনগর ইউনিভার্সিট...