প্রায় সাত-আট মাস আগের কথা, তখন আমি একটা থানা হেলথ কমপ্লেক্সে কাজ করি । একিদন সকালবেলা আউটডোরে বসে রোগী দেখছি, এমন সময় সামনে এসে দাঁড়ালেন আমাদের সিস্টার-ইন-চার্জ, অঞ্জু দিদি । হাতে একটা ওষুধের ভায়াল ।
—দাদা, দেখেন তো, এইটা কি ইনজেকশন অ্যামক্সিসিলিন?
বৃক্ষ কাকে বলে? বৃক্ষ হলো তাই, যার ডালে পাখিদের বসবাস...
বৃক্ষদের আছে নানান প্রজাতি, যেমন রয়েছে পাখিদেরও
আমি কী উপায়ে বৃক্ষ হবো, যাতে আমারও শাখায় এসে বসে বিবিধ পাখিরা?
দেখো, এ-বসন্ত বৃথা চলে যায়...
জলধি রায়
সিলেট