'বাউল আব্দুল করিম বলে.
জীবন লীলা সাঙ্গ হলে.
শুয়ে থাকব মায়ের কোলে.
তাপ অনুতাপ ভুলে।'
তিনি শুয়ে আছেন, তাঁর মতোন। আমরা ও প্রায় ভুলতে শুরু করেছি আমাদের মতোন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাই কোথাও তেমন কোন উচ্চারন নেই। না থাক, তুচ্ছ আমাদের বিস্মরনে আসলে কিছুই যায় আসেনা তাঁর।
সচলায়তনে তাঁকে নিয়ে নানা সময়ে লিখা কিছু পোষ্টের লিংক রেখে গেলাম। হয়তো পড়বেন কেউ, হয়তো মনে করবেন কেউ।