আলাপন
ভিতরকণিকা
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৮/০৯/২০১১ - ২:২৫পূর্বাহ্ন)ক্যাটেগরি:
যে শিউলিফুলগুলোকে হয়তো আর কোনোদিন দেখা হবে না, তাদের স্মৃতির মাঠ থেকে খুঁজে খুঁজে শিশিরে ধুয়ে সাজিয়ে রাখি। আকাশে বাতাসে শরতের ছোঁয়া, রোদ্দুরে যাদু, এর ভিতরে কান পাতি, অনেক দূরের আমার শৈশবের প্রান্ত থেকে ভেসে আসে ঢাকের শব্দ, ডিং ডিডিং ডিডিং ডং। ঢাকীরা নানা রঙের পালক আর শুভ্র কাশফুল দিয়ে সাজ পরাতো ঢাকের। এখনও হয়তো পরায়।
- তুলিরেখা এর ব্লগ
- ৩২টি মন্তব্য
- বিস্তারিত...
- ৪২৩বার পঠিত