জগতের যে সব বোকা ছেলে-মেয়ে গুলোই ভালোবাসা না পাওয়ার বেদনায় কাঁদে, তাদের কষ্টগুলোর চেহারা মোটামুটি একই রকম হয়। কারণ কোন একদিন এরা খুব ভালোবেসে, শেষ-মেষ খুব কষ্ট পেয়ে, বুকের গভীরে এক গোপন কষ্টের রুপোর কৌটার ঝাঁপি বন্ধ করে-একটা জীবন পার করে দেয়। এদের এক একটা জীবন জুড়ে নিজেদের যত না, না পাওয়ার বেদনার গল্প থাকে, তার চেয়ে অনেক বেশী থাকে ভুল ভালোবাসার গল্প অথবা ভালোবেসে ভুল করার গল্প। এদের কেউ