হঠাৎ মনে হলো, সবাই মিলে কোরাসে জাতীয় সঙ্গীত গাইলে কেমন হয়?
কুলদা রায়
এমএমআর জালাল
• ১৮৮৯ থেকে ১৯০১ পর্যন্ত বারো বছর পূর্ববঙ্গের শিলাইদহ ও শাহজাদপুরে জমিদারীর কাজে থাকাকালীন সময়ে "আমার সোনার বাংলা" কবিতাটি লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর।
• ১৯০৫ সালের সঞ্জীবনী পত্রিকায় ও বঙ্গদর্শন পত্রিকায় গানটি প্রকাশিত হয়।
সেই বিশাল মাঠ এখন আমার চোখে ছোট হয়ে গেছে। পাঁচ সারিতে দাঁড়ানো ছেলেদের সবাইকে এখন ক্ষুদে মনে হয়। কিন্তু মাথার ওপর পতপত করে উড়তে থাকা পতাকাটা এখনও আগের মতোই বিশাল, তার নিচে তুচ্ছ, নগণ্য আমি।
সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি বাংলাদেশের জন্মলগ্নে নিহত প্রতিটি মানুষকে, কৃতজ্ঞতা জানাই। ভালোবাসা জানাই দেশের সকল মানুষকে।