সেই মেয়েটার চোখের তারার ঝলকে, মন ছেলেটার কি উচাটন পলকে, পথ হারালো তার গুচ্ছ অলকে।
স্বর্গ বুঝি আসলো নেমে ভূলোকে! কি মনোরম রাঙালো দিনগুলোকে, রাখলো তারে অসাধারণ পুলকে।