দৃশ্যপট- পাঁচ/ শেখ জলিল
হায় রে অবুঝ মন-
নয়ন জুড়ায় তার দেখে দু'নয়ন!
চেয়ে থাকি আমি একা অপলক চোখে
চুপিসারে দাঁড়াই আড়ালে আবডালে পাশে
দেখার নেশা যে বেঁধেছে আমাকে আপাদমস্তক
দেখে ফেলে সে, বুঝে ফেলে সে দেখার চালাকি যতো।
সে দেখে আড়াল চো...
দৃশ্যপট- চার/ শেখ জলিল
বেরসিক ক্যামেরাম্যানের ইশারায় সরালে আঁচল
রূপের মুগ্ধতা ছুঁয়েছিলো চোখ
আর হৃদয়টা করছিলো ধুকপুক-
অকাল খরায় শুষে নিলে তার অশান্ত বর্ষণ!
দৃষ্টির আগুনে পোড়াবো তোমাকে বলে
এক ধ্যানে অপলক চেয়েছিলাম অনেকক্ষণ;
প...