[(ড্যান ব্রাউনের প্রথম বই পড়েছিলাম দ্য ডা ভিঞ্চি কোড। গল্প বলার ধরণ থেকে তারপরই ড্যান ব্রাউনের চরম ফ্যান হয়ে যাই। ডিসেপশন পয়েন্ট পড়লাম, এটাও দারুণ তাই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। লেখালেখি তেমন পারি না, রিভিউ তো কখনোই নয় কাজেই ঢিসুম ঢিসুমের জন্য রেডি আছি।