নিউজপ্রিন্ট
বই নিয়ে ০১
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০১২ - ৭:১৮পূর্বাহ্ন)ক্যাটেগরি:
বইকে ঘাসপাতার সাথে তুলনা করা ঠিক হবে না। কিন্তু বইয়ের পৃথিবীর একটা মডেল যদি আমরা করি, তার সাথে ঘাসপাতার মডেলের অনেক সাদৃশ্য থাকবে।
পাঠকদের ঘাসপাতাখোর ডাকার স্পর্ধা আমার নাই। কিন্তু মডেলের দুনিয়ায় বইখোর আর ঘাসপাতাখোরের অনেক সাদৃশ্য রয়েছে।