গরীবের সংসারে যা হয়। ভর্তা আনতে গরম ভাত জুড়ায়। প্রাইভেট ফি, মাসিক মাইনে, যাতায়াত সব মিলিয়ে পরীক্ষার ফি দিতে গিয়ে গলদঘর্ম। ঠান্ডা তো হয় না বরং উল্টো গরম। মাথা গরম। কিন্তু ঠান্ডা ঠিকই বুঝা যায়। পকেট তখন একদম ঠান্ডা। এদিকে গরম বাবা...