পলেস্তরা খসা আর তিনটে পুরনো নোনা ধরা দালান পেরিয়ে গেলেই জানি ঠিক দেখতে পাবো তোমার ছায়া, আরো একটু ডানে এগিয়ে গিয়ে গলির মুখে নেড়িটার গা ঘেঁষে দাঁড়ালেই চোখে পড়বে নীচতলার রুমকি ভাবীর দুমকি চালে কোমর দোলানোর ব্যস্ততা, বায়ের দোতলাটা...