তিন গোয়েন্দা
আমার তিন গোয়েন্দা
লিখেছেন তারেক অণু (তারিখ: শনি, ২৫/০২/২০১২ - ৫:৪১অপরাহ্ন)ক্যাটেগরি:
প্রাইমারী স্কুলের গণ্ডিতেই আছি তখনো, চোখে মুখে রঙিন স্বপ্ন, স্কুল নামের যন্ত্রণা ছাড়া সবই পাগলের মত ভালো লাগে- কার্টুন, ফুটবল, গাছের সবুজ, পাখির উড়াল, পদ্মার চর, শহরের বিদঘুটে চিড়িয়াখানা আর নতুন নেশা- বই, মানে গল্পের বই!