… (১১) বালিকার নদীটাকে ছুঁবো বলে আমি ডুব দিতে বারবার ভুল জলে নামি ! কোথায় বালিকা তুমি যাও কোন্ নায়ে- দেখোনা নদীর দাগ মেখেছি এ গায়ে ! .
… (০৬) ভেজা হাতে ডাকি নি তোমায়- সাঁতার জানো না বলে; পুকুর শুকিয়ে কাঠ- তবুও আসো নি তুমি জলের ভয়ে !