আজাইরা। অযথা সময় নষ্ট করতে চাইলে ঢুঁ মারেন
খামখা - ১ [নামকরণের সার্থকতা]
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শনি, ২৪/০৩/২০১২ - ৯:৩২পূর্বাহ্ন)ক্যাটেগরি:
এক শহরে থাকতো 'ওকেমারি', সারাদিন মারামারি করে বেড়াতো।
কেউ যদি থামিয়ে জিজ্ঞেস করতো, "কিরে, ওকে মারলি কেন?
সে একগাল হেসে, বিনীত ভঙ্গীতে নিজের নাম জানাতো।