কিচিন্ঘা একটি উদ্ভট শব্দ যার উত্পত্তিস্থল আমার মাথায়। যা হোক , ওই টা ব্যাপার না। মূল ব্যাপার হল , ক্যারিক্যাচার এর প্রতি আগ্রহ । একটা সিরিজ শুরু করব ভাবসিলাম - "তোমাদের মত আরো চাই " শিরোনামে, কয়েকটা করার পর ঠেকে গেছি, সময় আর বুদ্ধির অভাবে। সময়টা কিছু দেওয়া গেলেও, বুদ্ধি পাচ্ছি না। আমার উদ্দেশ্য ছিল, বাংলাদেশ এর যারা লিভিং লিজেন্ড বা জীবন্ত কিংবদন্তি তাদের ক্যারিকেচার