তিয়ানানমেন স্কয়ার
তিয়ানানমেন স্কয়ার এর সেই প্রতিবাদী মানুষটি
লিখেছেন অরফিয়াস (তারিখ: শনি, ০২/০৬/২০১২ - ৬:৩১অপরাহ্ন)ক্যাটেগরি:
ঠিক কিসের শক্তিতে বলীয়ান হয়ে একজন অতি সাধারণ মানুষ নিজের ক্ষুদ্র জীবনের গন্ডি পেরিয়ে নিজেকে অসামান্য উচ্চতায় তুলে ধরে? ঠিক কিসের নেশায় নিজের জীবনকে তুচ্ছ করে মৃত্যুকে আলিঙ্গন করা সম্ভব? কিংবা ঠিক কিসের তাগিদে একজন মানুষ প্রতিবাদের ইস্পাত কঠিন বর্ম তুলে ধরে আগলে ধরে নির্যাতিতকে?