নানান ঘটনা প্রবাহ আর পালাবদলে উলটে গেলো ক্যালেন্ডারের পাতা। নতুন বছরের শুরুতে শীতের শুষ্কতায় চাদরমুড়ি দিয়ে কেউ কেউ ব্যক্তিগত ক্যালেন্ডারে টুকে নিচ্ছেন কী কী করতে হবে। ওদিকে নতুন সরকারের কাছে চাওয়া-সমালোচনা, প্যালেস্টাইনের ধ্বংসযজ্ঞ, ক্রিকেটে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হেরে যাওয়া; এরকম বিবিধ উত্তাপে উষ্ণ সচলায়তন। সাথে আরেকটু তেজ আর আলো নিয়ে আসছে দিয়াশলাইদল। গত বৈশাখে অণ...
ধর্ম এবং বিজ্ঞানের আদপেই কি কোন সমন্বয় হওয়া সম্ভব, নাকি এদের মধ্যে সতত বিরাজ করছে এক নিরন্তর সংঘাত? এ প্রশ্ন অনেক...