দারুল আমান প্যালেস
কাবুলে দুই চক্কর
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ০১/০৭/২০১২ - ১২:০৪পূর্বাহ্ন)ক্যাটেগরি:
- ভ্রমণ
- আফগানিস্তান
- কাবুল
- দারুল আমান প্যালেস
- বাবর গার্ডেন
- রাতঃস্মরণীয়
- শাহ শহীদ
- কিশোর (১০ বছর বা তদুর্দ্ধ)
পাঁচ বছর পর আফগানিস্তানে এলাম। পরিবর্তন বিশেষ কিছু চোখে পড়লো না শুধু মতুন নতুন কিছু বাড়ি ছাড়া। তবে সিকিউরিটির অনেক অবনতি হয়েছে। যাহোক, গত উইকেন্ডে তালিবান হামলার কারণে বেরোতে চেয়েও বেরোন হলোনা। তাই এই উইকেন্ড আর মিস করতে চাইলাম না। সিকিউরিটি ক্লিয়ারেন্স আগেই নিয়ে রাখলাম। তবে তালিবান হামলার কারণে ক্বারঘা লেকে যাওয়ার অনুমতি মিললো না।