তিনটে রঙ্গীন মাছ। একটি কচ্ছপ ছানা। জলের সংসার। সংসারে খেয়াল। খেয়ালে আদর। আদরে উচ্ছ্বাস। উচ্ছ্বাসে বেখেয়াল। জলেতে বিস্বাদ। তিনটে রঙ্গীন মাছ। নিঃশ্বাসে কষ্ট। শরীরে স্থবিরতা। একাকী কচ্ছপ ছানা।