আমি রান্না ভালোবাসি। দুধরনের মানুষের মাঝে আমি সে ধরনের যারা শুধুই বেচে থাকার জন্য রান্না করে না। ক্লান্তিকর দিনের শেষে গান চালিয়ে জৈবিক তাড়না নিবৃত্তির লক্ষ্যে যে শুধু চুলোয় কিছু চাপিয়ে দেয়া সেরকম নয়। রান্না একটি শিল্পচর্চা, নৈপুণ্য আর বিজ্ঞানের এক সমন্বয় হিসেবেই বেছে নিয়েছি একে। ক্রোধ আর হতাশা গুলোকে ধারালো ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে সেখানে কষ্টগুলোকে মিশিয়ে হৃদয়ের উষ্ণতায় তৈরী করি আমার কাঙ্খিত
বহুকাল আগে আমি নিজেকে হারিয়ে তোকে ভালবাসতে চেয়েছিলাম; পারিনি। যখন ফিরে এলাম, দেখলাম সে ঘর নেই আর; অভিমানে বিলীন। সেই থেকে আর কোথাও ফিরে যাওয়া হয়নি আমার, না নিজের জন্মভূমিত...