বাতিল।
আজকাল আর গোধূলি উড়ে না আকাশে, শূন্যতার পাশাপাশি কিছু একটা থমকে দাঁড়ায় থাকে। পরিচিত পথগুলোতে হাঁটতে থাকলে বিষণ্ণতা পায়ে লেপটে শরীরে উঠে আসে। এদিকে শরীরের প্রতিরোধ্য হয়ে ওঠা আরও শক্ত। তবে এ পথ হারিয়ে যাবে এই রকমবোধ হবার কোন মানে নেই, অনন্তকাল ধরে জমিছেঁড়া লেইকটার মতো আমাকেও আঁকড়ে থাকতে হবে এখানে, ঝড়ে বৃষ্টিতে কাদা প্রেমে জড়াবে, বারান্দা ভাসিয়ে ঘুম ভাঙিয়ে দিবে- তবু থাকতে হবে, যত অভিযোগই প্রতিবেশীরা আনুক মিথ্যে অঙ্গীকার করে হলেও থাকতে হবে। যাবার অন্য কোন জায়গা নেই তা নয়, তবু অন্য এক বৈপ্লবিক(স্বমত) বোধের কারণে নাড়িছেঁড়া সম্ভব হবে না কোন কালেই।