কাক্কেশ্বর কুচকুচে'র গল্প
ইচিং বিচিং
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৬/০৯/২০১২ - ২:০৫পূর্বাহ্ন)ক্যাটেগরি:
চায়ের কাপে চুমুক দিয়া কুদ্দুস আলী বললেন,“বুঝলা আনিস,তোমাগো সংগঠনে নাম না দিলে আর চলেনা,সংগঠন কইরা আজকাইল তুমি ফাকিস্থান নিয়া কি সুন্দর কইরা গুছাইয়া কথাবার্তা কও।আমার দিলে ফাকিস্থান কিন্তু ফাকিদের পক্ষে কথা কইতে গেলেই খালি পাকাইয়া যায়।কি যে করি!!”
সুরুজ মিয়ার টেলিভিশন
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১২/০৮/২০১২ - ৩:৫৭পূর্বাহ্ন)ক্যাটেগরি:
মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে,টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে।
- হুমায়ুন আজাদ