Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

Theloderma corticale

বিস্ময়কর ব্যাঙ জগৎ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
লিখেছেন সবুজ পাহাড়ের রাজা (তারিখ: বুধ, ১৯/০৯/২০১২ - ১১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাদাগাস্কারের রংধনু ব্যাঙ

মাদাগাস্কারের রংধনু ব্যাঙ প্রাণী জগতের এক বিস্ময়। এদের বৈজ্ঞানিক নাম Scaphiophryne gottlebei, ইংরেজীতে বলে Malagasy rainbow frog। এরা দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের ইসালো ম্যাসিফ অঞ্চলের ভ্যালী দ্যস সিনগেসের পাহাড়ী ও শুকনো পাথুরে বনাঞ্চলে বসবাস করে।