বৌদ্ধ নিপীড়ণ
দেশটা চলে যাচ্ছে নষ্টদের দখলে
লিখেছেন সবুজ পাহাড়ের রাজা (তারিখ: মঙ্গল, ০২/১০/২০১২ - ৯:৩১পূর্বাহ্ন)ক্যাটেগরি:
- সমসাময়িক
- চিন্তাভাবনা
- সমাজ
- দেশচিন্তা
- বৌদ্ধ নিপীড়ণ
- মৌলবাদ
- রামু
- সাম্প্রতিক বাংলাদেশ
- সাম্প্রতিক বাংলাদেশ কথন
- সাম্প্রদায়িকতা
- যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ)
অসভ্যতার সবগুলো সীমা অতিক্রম করে ফেলেছি আমরা।
নিম্নমানের এক ভিডিও'র ট্রেইলার (ধর্মান্ধরা একে মুভি বলে, আমার রুচিতে বাঁধে একে মুভি বলতে) নিয়ে আমাদের দেশের ধর্মান্ধরা যা করল, তাতে মনের মধ্যে দেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়েছিলাম।
ধর্মান্ধরা ইউটিউব বন্ধ করার জন্য আন্দোলন করল। ওরা সফলও হল। সরকার ইউটিউব বন্ধ করে দিল।
মনে পড়ল এডমুন্ড বার্কের উক্তি-