এফেসাস
তুরস্কের এফেসাস- সাতটি তারার এক তিমির!
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১৯/১১/২০১২ - ৪:০৫অপরাহ্ন)ক্যাটেগরি:
বিজয়দেবী নাইক (Nike)
আমাদের গাইড এক তুর্কী মহিলা। নাম হানিফা। জন্ম এফেসাসের কাছাকাছি সেলচুক শহরে। বাবা মায়ের সাথে দেশ ছেড়ে পড়াশোনা করেছেন ও বড়ো হয়েছেন জার্মানিতে। পরে আবার আত্মার টানেই আবার ফিরে এসেছেন নিজের দেশ তুরস্কে। সদালাপি ও আন্তরিক হানিফা যদিও আট বছর বয়েসের এক সন্তানের মা, বয়েস তার চুয়ান্ন।