অ্যালান কোয়াটারমেইন
অ্যালান কোয়াটারমেইন, প্রিয় বন্ধু আমার
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ২৫/১২/২০১২ - ৭:৪৫পূর্বাহ্ন)ক্যাটেগরি:
যথাসময়ে লামু ছাড়লাম আমরা-
এই ছিল প্রথম লাইন, মাথার কোষে কোষে গেঁথে গেল একেবারে, এখনো অন্ধকারে সামান্য আলোকপাতে স্তূপকৃত মণিমাণিক্য যেভাবে জ্বলজ্বল করে ওঠে, তেমনি এই শব্দমালা মুহূর্তের মাঝে ফিরিয়ে নিয়ে যায় আলো ঝলমলে শৈশবে। পাশের বাড়ী থেকে ধার করে আনা আধা ছেঁড়া ইয়া মোটা এক নিউজপ্রিন্টের বই, এমনই বাজে ভাবে ছিঁড়েছে যে প্রথম অধ্যায়ই নেই!