রবিনসন ক্রুসো
সহিংসতা
লিখেছেন ধ্রুব বর্ণন (তারিখ: বুধ, ২৬/১২/২০১২ - ১২:৩২অপরাহ্ন)ক্যাটেগরি:
[justify]
এই লেখায় রবিনসন ক্রুসো প্রথমবারের মতো আরেকজন মানুষের সান্নিধ্যে আসবে। ফলে এখানে প্রথমবারের মতো দেখা দিবে সমাজ গঠনের সুযোগ। ক্রুসো সহিংসতার মাধ্যমে কীভাবে সেই সুযোগ গ্রহণ কিংবা নষ্ট করতে পারে তার কয়েকটি দিক আমরা আলোচনা করবো।
সহিংসতা (ভাবানুবাদ)