বন্ধু নামক জিনিষটার প্রতি আমার খুব ছোটবেলা থেকে আকর্ষণ। বড় ভাইয়া, আপুদের দেখতাম কত বন্ধু নিয়ে আসত বাসায়।যখন ওরা বেড়াতে যেত কখন কখনো আমিও সঙ্গী হতাম আর ভাবতাম কবে আমারও এমন প্রাণের বন্ধু হবে। রেগুলার স্কুল আমার শুরু হয় মূলত ক্লাস থ্রী তে। ক্লাস ওয়ান এ ২ মাস ক্লাস করার পরপর ই একটা মজার কাহিনী হয়।আমাকে সবসময় আমার বড় ভাইয়া গাইড করত। স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা,পড়ানো,এমন কী আমার ড্রেস পর্যন্ত ভাইয়া সিলেক