‘সেদিন সুনীলদার, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে রাস্তায় হঠাৎ করেই দেখা। আমাকে দেখেই তিনি আমার হাতদুটো ক্যাঁক করে ধরলেন। বললেন- তোকে আজ আর ছাড়ছি না। চল, বাসায় চল। একা একা থাকিস। কী খাস, না খাস ভালো জানি না। তুই আজকে বাসায় খেয়ে তারপ...