ইসলামী ব্যাঙ্ক
ইসলামী ব্যাঙ্ক বর্জন: কারা করলেন, কেন করলেন
লিখেছেন বেতারায়তন (তারিখ: মঙ্গল, ১২/০২/২০১৩ - ৫:৪৯পূর্বাহ্ন)ক্যাটেগরি:
একাত্তরের খুনী-ধর্ষক জামায়াতে ইসলামীর বিরুদ্ধে শাহবাগে ফুঁসে ওঠা বিক্ষুব্ধ জনতার শপথ ছিলো, জামাতি পণ্য ও প্রতিষ্ঠান বর্জন।
আর এই আহ্বানে সাড়া দিয়ে আজ ইসলামী ব্যাঙ্কে নিজেদের হিসাব বন্ধ করেছেন বাগেরহাটের ইলিয়াস ভাই ও পিয়ারা আপা।
বেতারায়তন এই দুই সাহসী পথপ্রদর্শকের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছে, তাঁরা কী ভাবছেন এ ব্যাপারে।
আসুন শ্রোতাবৃন্দ, শুনে দেখি।