এক এক্কে এক কাদের মোল্লার রায়ের খাতায় ফাঁসির হুকুম লেখ।
দুই এক্কে দুই রক্তচোষা বাচ্চু চোরা কৈ পালাবি তুই?