রাজীব হত্যা
সরকারের নীতিনির্ধারকদেরকে সহজ বাংলায় বলে রাখছি...
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: শনি, ১৬/০২/২০১৩ - ৩:৫১পূর্বাহ্ন)ক্যাটেগরি:
কেবল সহজ বাংলায় বলে রাখি, আপনারা যারা আজকে জামায়াত শিবিরের রক্ষিতার ভূমিকায় নেমেছেন, এদের নৃশংসতা যারা দেখেও দেখছেন না, যারা একটি স্বাধীন রাষ্ট্রের নীতিনির্ধারকের জায়গাতে বসেও নির্বুদ্ধিতার অসহ্য নাটক দেখাচ্ছেন, জামায়াত শিবিরের সঙ্গে তাদেরকেও আমরা ছেড়ে দেবনা।